রোহিঙ্গাদের ৬০ বছর আগের নাগরিকত্বের আইডি কার্ড ফাঁস!





রোহিঙ্গাদের ৬০ বছর আগের নাগরিকত্বের আইডি কার্ড ফাঁস!
মিয়ানমার সরকার ও তার সামরিক বাহিনী আবারো সেদেশের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীদের নির্বিচারে হত্যা করছে, যা গণহত্যার সামিল। শুধু গণহত্যা নয়; ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা, অগ্নিসংযোগের মাধ্যমে ঘর-বাড়ি পুড়িয়ে তাদেরকে বিতাড়িত করছে। সামরিক বাহিনীর সাথে সহযোগী হিসেবে যোগ দিয়েছে স্থানীয় বর্মি ও বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠী যারা বাংলাদেশের ইতিহাসে ৭১ এর আলবদর, আল সামস ও রাজাকারের মতো ভূমিকা পালন করে যাচ্ছে। তারাও প্রকাশ্যে রোহিঙ্গা নারী ও শিশু ধর্ষণ, গণহত্যা, রোহিঙ্গাদের বিতাড়ন করে তাদের সম্পদ লুটপাট, বাড়ি-ঘরসহ সহায়-সম্পত্তি দখলে মরিয়া হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। তাছাড়া দেড় লাখ রোহিঙ্গাকে ঘর-বাড়ি থেকে তাড়িয়ে কাঁটাতারঘেরা ‘রিফিউজি ক্যাম্পে’ ঢোকানো হয়েছে এবং সেখানেও মায়ানমার সেনাদের নারকীয়তা অত্যাচার ভয়াল দানবীয় রূপ ধারণ করেছে। এ যেন নিজ দেশে পরবাসী। যদিও দেশটির সরকার রোহিঙ্গাদের সেদেশের নাগরিক হিসেবে মেনে নেন নি। বরং তাদেরকে জঙ্গিগোষ্ঠি ও বাঙালী হিসেবে অভিহিত করেন। এমনকি আই এস এর সাথে সম্পৃক্ততা রয়েছে বলে বিশ্বদরবারে ভূয়া প্রচারণা চালাচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ