জেলার ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বানান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইংরেজি বানান পরিবর্তন হওয়া এই পাঁচ জেলা হলো চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া। এর মধ্যে নতুন নিয়মে চট্টগ্রামের নাম হবে Chattogram, কুমিল্লার হবে Cumilla, বরিশাল হবে Barishal, যশোর Jashore ও বগুড়া হবে Bogura. পূর্বে যথাক্রমে এসব জেলার নামের ইংরেজি বানান ছিল Chittagong, Comilla, Barisal, Jessore ও Bogra.
নিকারের বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার ) এন এম জিয়াউল আলম। কেন এই পরিবর্তনঃ সরকারের কর্মকর্তারা বলছেন, বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পাঁচটি জেলার ইংরেজি নামের বানানে পরিবর্তন আনা হয়েছে। এর আগে জেনারেল এরশাদের শাসনামলেও রাজধানী ঢাকার বানান Dacca থেকে বদলে Dhaka করা হয়েছিলো। "বাংলা নামের সঙ্গে ইংরেজি নামের বানানের একটা বৈসাদৃশ্য ছিলো। এই অসামঞ্জস্য ক্রমশ দূর করা হচ্ছে," বলেন মি.আলম। "কিছু জেলার নামের বানান ব্রিটিশ আমলে করা ছিলো। তাই সেগুলো বদলানো হয়েছে। ইংরেজি উচ্চারণে ব্রিটিশরা এসব নামের বানান এভাবে লিখেছিলো। কিন্তু বাংলার সাথে এটা আসলে যায় না।" "ইংরেজি আর বাংলায় যখন এসব জেলার নাম উচ্চারণ করা হয় তখন একটা বৈসাদৃশ্য থাকে। সেটা দূর করা দরকার ছিলো," বলেন তিনি। ইংরেজি নামের বানানে এই পরিবর্তনের ফলে প্রশাসনিক কোন সমস্যা হতে পারে কিনা এই প্রশ্নের জবাবে মি.আলম বলেন, "প্রথমদিকে কিছু সমস্যা হতে পারে। কিন্তু একবার চালু হয়ে গেলে পরে আর কোন সমস্যা হবে না।" নামের বানান বদলানোর আগে এসব জেলার লোকজনের মতামত জানতে চাওয়া হয়েছিলো কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "এজন্যে সুনির্দিষ্ট কোন বিধান বা নীতিমালা নেই। প্রস্তাবের উপর বিভিন্ন পর্যায়ে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" মি. আলম জানান, নতুন এই বানান কার্যকর হতে আরো কিছুদিন সময় লাগবে।
সুত্রঃ দৈনিক প্রথম আলো ও বি বি সি বাংলা ০২/০৪/২০১৮ খ্রিঃ
0 মন্তব্যসমূহ