মুভমেন্ট পাস প্রয়োজন? তাহলে জেনে নিন মুভমেন্ট পাসের জন্য প্রয়োজনীয় তথ্য

Movement Pass
মুভমেন্ট পাস


মুভমেন্ট পাস প্রয়োজন? 
লকডাউনে আইন ভঙ্গের ভয়ে অতীব জরুরী কোথাও যেতে পারছেন না? সেই ভয়মুক্ত হতেই বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগ চালু করেছে মুভমেন্ট পাস নামে চলাচলের নতুন ব্যবস্থা। জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে দেওয়া মুভমেন্ট পাস নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য চলাচল করা যাবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, জরুরি প্রয়োজনে বা অফিসিয়াল কাজে যারা এই সময়ে বাইরে বের হবেন তাদের মুভমেন্ট পাস নেওয়া লাগবে। মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস। এছাড়া যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

মুভমেন্ট পাসের জন্য আবেদনের নিয়ম

Movement Pass সাইটে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে মোবাইল নম্বর প্রবেশ করালে গ্রাহকের মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে পাসের জন্য আবেদন করা যাবে।


মুভমেন্ট পাসের জন্য প্রয়োজনীয় তথ্য

যে থানা এলাকা থেকে যাবেন, যে থানা এলাকায় যাবেন, নাম, লিঙ্গ, বয়স, ভ্রমণের কারণ, পাস ব্যবহারের তারিখ ও সময়, পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়, জাতীয় পরিচয়পত্র, নিজস্ব গাড়ির তথ্য এবং ছবি।

এই পাসধারী ব্যক্তি বাধামুক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাচ্ছেন না। শুধুমাত্র জরুরি সেবার সাথে সংশ্লিষ্টদের দেওয়া হবে এই পাস এবং এই পাস ব্যবহার করে তারা তাদের কাজ করতে পারবেন।


সরাসরি প্রবেশ করুন

https://movementpass.police.gov.bd/


মেইল, ইউটিউব, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এন্ড্রয়েড এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সংক্রান্ত নিত্যনতুন সমাধান, Tips and Tricks, Tech সংক্রান্ত Free Online Tutorial দিতেই https://howtoknow24.blogspot.com সাইটটির আত্মপ্রকাশ। এই সাইটের পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন। এতে আপনার বা আপনার নিকটবর্তীদেরও উপকারে আসতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ