বিনামূল্যে ব্যবহারের দিন শেষ Google Photos এর ! গুরুত্বপূর্ণ যত ছবি আছে ১লা জুনের আগেই কম্পিউটারে/মোবাইলে ডাউনলোড করুন, জানুন পদ্ধতি

Google Photos not free
বিনামূল্যে ব্যবহারের দিন শেষ Google Photos এর ! গুরুত্বপূর্ণ যত ছবি আছে  ১লা জুনের আগেই কম্পিউটারে/মোবাইলে ডাউনলোড করুন


Download Photos From Google Photos To your  PC:


১লা জুন থেকেই আপনার কোনও ছবি আর Google Photos-এ অটোমেটিক্যালি সেভ হবে না। পাশাপাশিই আবার স্টোরেজ যদি ভর্তি হয়ে যায়, তাহলে স্পেস খালি করতে হবে। তাই আপনার Google Photos-এর Storage পুরোপুরি ভর্তি হয়ে গেলে এখনই সব ছবি কম্পিউটারে ডাউনলোড করে নিন। জানুন পদ্ধতি...



Google এতদিন Android ও iOS ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড ক্লাউড ব্যাক আপের সুযোগ দিত। কিন্তু জুনের প্রথম দিন থেকে এই আনলিমিটড ক্লাউড ব্যাক আপ সুবিধা শেষ হচ্ছে। Google Photos ইন্টারনেটে ফোটো ব্যাক-আপের অন্যতম সেরা প্ল্যাটফর্ম হলেও জুন থেকে সেখানে আনলিমিটেড ছবি ও ভিডিও ব্যাকআপের সুবিধা আর পাবেন না ইউজাররা। আর সেই কারণেই একটি বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে হাজির হয়েছে How To Know24

২০২০ সালের নভেম্বরেই Google-এর পক্ষ থেকে  জানানো হয়েছিল যে, ১ জুন, ২০২১ থেকেই বিনামূল্যে 'High Quality' আনলিমিটেড ব্যাক আপ শেষ হচ্ছে Google Photos-এ। ১ জুন থেকে সব Google ইউজার বিনামূল্যে 15GB ছবি ক্লাউড ব্যাক আপ করতে পারবেন। ১৫ জিবির বাড়তি স্পেস প্রয়োজন Google One  থেকে বিভিন্ন দামে কেনা যায়।



যদিও Google জানিয়েছে ১ জুনের আগে ব্যাক আপ করা সব 'High Quality' ছবি ও ভিডিও 15GB স্টোরেজের আওতায় পড়বে না।

তবে, আপনি চাইলে Google Photos-এ আপলোড করা সব ছবি ও ভিডিও নিজের কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক ছবি পৃথকভাবে ডাউনলোড করার অপশন যেমন রয়েছে, তেমনই সব ছবি একসঙ্গে ডাউনলোড করার সুবিধাও রয়েছে। 

Google Takeout-এর মাধ্যমে Google Photos-এর সব ছবি একসঙ্গে ডাউনলোড করা যাবে। পাশাপাশিই Google সার্ভিসের সব ধরনের ডেটা ডাউনলোড করা সম্ভব Google Takeout ব্যবহার করে ।

* প্রথমেই takeout.google.com সাইটে প্রবেশ করে Google অ্যাকাউন্টে লগ ইন করুন।

* এবার একটি 'New Export' তৈরি করুন।

* আপনি শুধু Photo ডাউনলোড করতে চাইলে, অন্যসব Google সার্ভিস ডিসসিলেক্ট করে, শুধুমাত্র Google Photos সিলেক্ট করুন।


* তারপর যে যে অ্যালবামের ছবি ডাউনলোড করতে চান, সেগুলি এক এক করে সিলেক্ট করে, Ok অপশনে ট্যাপ করুন এবং তার পরে Next Step অপশনে ক্লিক করুন।

* এর পরে আপনি ইমেলের মাধ্যমে ছবি ডাউনলোড করতে চান, নাকি সরাসরি ডাউনলোড লিঙ্ক চান তা সিলেক্ট করতে হবে।

* এছাড়াও চাইলে আপনি সরাসরি এই ছবি Dropbox, OneDrive, অথবা Box-এর মতো ক্লাউড সার্ভিসে পাঠাতে পারবেন। শুধু তাই নয়। আপনি চাইলে ভাগে ভাগে এই ফাইল ডাউনলোড করতে পারবেন। যেমন মনে করুন, আপনার মোট ব্যাক আপের সাইজ 1০GB হলে আপনি 1GB-র মোট ১০টি ফাইল ডাউনলোড করতে পারবেন। একবার ডাউনলোড রিকোয়েস্ট সাবমিট করলে ডাউনলোড লিঙ্ক তৈরি হতে মাত্র কয়েক মিনিট থেকে বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

আশাকরি বুঝতে পেরেছেন পুরো প্রসেসটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ