কিভাবে মোবাইল দিয়ে ইমেইল একাউন্ট তৈরি করবেন? How to make an email account with mobile
ভিডিওঃ কিভাবে কম্পিউটার দিয়ে ইমেইল একাউন্ট তৈরি করবেন? How to make an email account with Computer/PC
বন্ধুরা! আমরা অনেকেই আছি, যারা এখনো জানিনা ইমেইল কি এবং
এটি দ্বারা কি কি করতে পারি? তাই তাদের জন্য আজকের এই টিউটরিয়াল, যারা এখনো জানিনা ইমেইল কি,
এটি দ্বারা কি কি করতে পারি এবং কিভাবে এই ই-মেইল
তৈরি করতে হয়।
● ই-মেইল কি
ই-মেইল হলো ডিজাটাল বা ইলেকট্রনিক বার্তা। ইমেইল এড্রেস লেখার
ক্ষেত্রে সবার প্রথমেই কাস্টম ইউজার নেইম লেখা হয় অর্থাৎ, আপনার দেওয়া ব্যক্তিগত নামটিই
হলো ইউজার নেম এবং @ এর পরে যে
অংশটি থাকে সেটার নাম ডোমেইন নেইম । যেমনঃ user name @gmail.com
● ই-মেইল দ্বারা আপনি কি কি করতে পারবেন?
➡ ই-মেইলের
প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। যোগাযোগের জন্য অনলাইন সেবা হিসেবে ই-মেইল অত্যন্ত কার্যকর একটি ব্যবস্থা।
➡ যেখানে কাগজ -
কলম ব্যবহার করার পরিবর্তে
মানুষ
ব্যবহার করছেন কিবোর্ড এবং
ফোন বা কম্পিউটার ও ইন্টারনেট, সেখানে চিঠিপত্রের পরিবর্তে
বর্তমানে ব্যবহার করা যাচ্ছে ই-মেইল
।
➡ ই-মেইল এমন এক ধরনের Online free
services যার মাধ্যমে চিঠির পরিবর্তে যে
কোন লেখা, ফাইল, ছবি, অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, সফটওয়্যার ইত্যাদি এটাচ করে খুব দ্রুত, কয়েক সেকেন্ডের মধ্যেই
আপনার
কম্পিউটার বা মোবাইল থেকে
বিশ্বের যে কোনো
প্রান্তের ইন্টারনেটযুক্ত আরেক কম্পিউটার বা মোবাইলে পাঠানো সম্ভব।
➡ আপনি চাইলেই এই ই-মেইল ID দিয়ে আপনার বন্ধুদের সাথে ইন্টারনেটের
মাধ্যমে একদম ফ্রিতে অডিও-ভিডিও কল দিয়ে কথা বলতে পারবেন। এমনকি Facebook, You Tube,
instragram, messanger,
skype এর মতো অনেক সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতেও ই-মেইল প্রয়োজন
পড়বে। তাছাড়া
অনলাইনে যে কোন সেবা গ্রহণেও এই ই-মেইল আপনার প্রয়োজন।
➡ চাকরির জন্য অনলাইনে application করতেও
ইমেইল আবশ্যক।
➡ সবচেয়ে বড় কথা, আপনি এন্ড্রয়েডে মোবাইল
কিনে play Store থেকে দরকারি app ডাউনলোড বা ইন্সটল করতে গেলে, ইমেইল ছাড়া গুগুল আপনাকে
app install এ পারমিশন দেবেনা। অর্থাৎ সেই এপগুলো at first you have to set up
email.
➡ আপনার মোবাইলটি হারিয়ে গেলে ট্রেকিং করে
ফিরে পাওয়ার জন্য বা না পাওয়া মোবাইলটার ডাটা মুছে দিতে কিংবা অচল করে দিতেও এই ইমেইল
অবশ্যই আপনার মোবাইল সেটাপ করে রাখতে হবে।
➡ এই ইমেইল এড্রেস ব্যবহার করে ফ্রিল্যান্সিং,
এফিলিয়েট মার্কেটিং কিংবা ব্লগ তৈরী করতে পারেন কিংবা পে-পলের মত সেবা ব্যবহার করে
অর্থ লেনদেন করতে পারেন।
●চলুন মোবাইল দিয়ে কিভাবে ই-মেইল একাউন্ট তৈরী করবেন দেখে নিই?
প্রথমে
আপনাকে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। গুগুল ক্রোম বা মজিলা ফায়ার ফক্স। আমি
ফায়ার ফক্স দিয়েই কাজে যাচ্ছি। দেখুন, ফায়ার ফক্সের হোমস্ক্রীণে এসে গেলাম।
ই-মেইল তৈরির
আগে একটা কথা না বললেই নয়। সেটা হলো, পোস্ট অফিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এস এ
পরিবহন, কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস ইত্যাদি সার্ভিস প্রোভাইডাররা যেমনি যাবতীয়
চিঠিপত্র বা জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে পাঠিয়ে দেয়, তেমনি অনলাইনে বা
ইন্টারনেট জগতেও যাবতীয় চিঠিপত্র বা অন্য ডকুমেন্টের সফটকপি এক স্থান থেকে অন্য
স্থানে আদান-প্রদানে অনেকগুলি ফ্রি সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছ। যেমন - Google এর Gmail, Microsoft এর Outlook, Yahoo এর Ymail ইত্যাদি। তারমধ্যে বর্তমানে
সবচেয়ে জনপ্রিয় Google এর Gmail। তাই আমি আজ Google এর Gmail
দিয়েই ই-মেইল তৈরি করে দেখাচ্ছি। অনেক কথা বলে ফেললাম। চলুন এবার মূল টিউটরিয়ালে ফিরে
যাই।
Gmail এর মূল পেইজে এলে সেখানে জিমেইলের
অভ্যন্তরীণ ফিচার ও gmail একাউন্ট ব্যবহারে কি কি সুবিধা রয়েছে সেগুলি এই gmail এর
হোম পেইজে দেখতে পাবেন। যাইহোক, আপনি হোম পেইজে খুঁজে বের করুন “ সাইন ইন করুন” বাটন বা শুরু করা
যাক” বাটনে ক্লিক করুন।
● Gmail আইডি খোলার ১ম ফরমঃ প্রবেশ
করুন যার ইংলিশ Sign in
Sign in নামে প্রথম পেইজ আসবে। পেইজের একেবারে নিচে বামে দেখবেন English
নামের একটি বাটন দেখবেন। সেখানে ক্লিক করলে বিভিন্ন দেশের ভাষা দেখাবে। ভাষা সিলেক্ট
করে আপনি যে কোন ভাষায় ফরমগুলি পড়তে পারবেন। তবে আপনাকে লিখতে হবে ইংলিশে। যেমন আমি
বাংলা ভষা সিলেক্ট করে ফরমকে বাংলা করলাম কিন্তু লিখছি ইংলিশে।
“একাউন্ট তৈরি করুন” বাটনে ক্লিক করুন,
যার ইংলিশ মিনিং হচ্ছে “Create
an account”। তখন আপনাকে ২য় ফরমে নিয়ে যাবে।
● দ্বিতীয় ফরমঃ আপনার Google একাউন্ট তৈরি/ Create your Google Account
১।
১ম খালিঘরে আপনার নামের ১ম অংশ,
২।
২য় খালিঘরে যেখানে পদবি বা সেকেন্ড নেম সেখানে আপনার নামের ২য় অংশ লিখুন,
৩।
এবার, ৩য়
খালিঘরে যেখানে ইউজার নেম উল্লেখিত সেখানে ইমেইল এড্রেস হিসেবে যে নাম ব্যবহার করতে চান সেটি
টাইপ করুন।
৪।
ইমেইল নাম ফিক্সড হয়ে গেলে
তারপর যে পাসওয়ার্ড ব্যবহার করতে চান সেটি টাইপ করুন।
৫।
একই পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করে নিশ্চিত হন যে, আপনি
পূর্ববর্তী ঘরের উল্লেখিত পাসওয়ার্ড ভুল করেননি।
৬।
পরবর্তী/ Next
নামের বক্সটিতে ক্লিক করুন।
ইউজার নেম ও
পাসয়ার্ড সম্পর্কে
পরামর্শঃ
ইউজার নেম অবশ্যই পুরোটা ছোটহাতের অক্ষরে হতে হবে। যেহেতু বহু মানুষ এই মেইল
ব্যবহার করে সেহেতু সরাসরি আপনার নাম ব্যবহারের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তারপরও প্রথমে
আপনার নাম দিয়েই চেষ্টা করুন, যদি ইতোপূর্বে কেউ সেই ঠিকানা না নিয়ে থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন। আর যদি ঐ নামে
ইতোপূর্বেই কারও ঠিকানা রেজিস্টার করা থাকে তাহলে, পাসওয়ার্ড লিখে
পরবর্তী অপশনে ক্লিক করলে লাল কালারে দেখাবে “Someone already has that username. Try another , যার বাংলা , ইউজারনেমটি অন্য কেউ ব্যবহার করছে, অন্য আরেকটি দিয়ে চেষ্টা
করুন”। তখন আপনার নামের সাথে কোন সংখ্যা বা বিশেষ
কিছু যুক্ত করুন বা পরিবর্তন করুন। যদি আবারও একই মেসেজ দেখায় তাহলে আরও কিছু দিয়ে চেষ্টা
করুন। যদি আর কোন মেসেজ না দেখায় তাহলে আপনাকে আরেক
পেইজে নিয়ে যাবে এবং আপনাকে স্বাগতম জানাবে। তখন বুঝে নেবেন যে, আপনার ইমেইল এড্রেসটি তৈরি করার উপযুক্ত।
পাসওয়ার্ড কমপক্ষের
৮ অক্ষরের হতে হবে। অক্ষর এবং সংখ্যা মিলিয়ে এবার আপনার ইমেইলের জন্যে একটি শক্তিশালী
পাসওয়ার্ড দিন, যেটা কেউ অনুমান করে ব্যবহার করতে পারবে না। যতো কঠিন পাসওয়ার্ড দিবেন,
আপনার ইমেইল আইডি হ্যাক হওয়া থেকে ততোই সুরক্ষিত থাকবে। তবে নিজেই ভুলে যাবেন এমন কোন
পাসওয়ার্ড না দেয়াই ভালো। এরপর কোথাও পাসওয়ার্ডটা লিখে রাখতে
ভুলবেন না।
প্রতিবার ইমেইল দেখার জন্য যদি ‘নাম-পাসওয়ার্ড’ ব্যবহার করে লগইন করতে না চান, তাহলে একটা নোটিশ
দেখাবে, যেখানে লেখা থাকতে পারে Stay signed in বা Remember এবং তাতে ক্লিক বা টিক চিহ্ন দিন। ফলে একবার লগ-ইন করলে পরবর্তীতে সরাসরি একাউন্ট
ব্যবহার করা যাবে। আর বার বার যদি ‘নাম-পাসওয়ার্ড’
ব্যবহার করে লগইন করতে না
চান, তাহলে Never এ ক্লিক করুন
কিংবা টিক চিহ্ন দিবেন না।
●
তৃতীয় ফরমঃ Google
এ স্বাগতম/ welcome
in Google
১।
স্বাগতমের পাতায় এবার
আপনি
যে দেশ সিলেক্ট করতে
চান সে দেশের জাতীয় পতাকা চিহ্নিত করুন,
২।
প্রথম উল্লেখিত শূন্যটি ছাড়া ফোন নাম্বার
দিয়ে দিন,
৩।
আপনার জন্ম তারিখ চিহ্নিত
করুন,
৪।
লিঙ্গ অপশনে পুরুষ, মহিলা, কাস্টম এর যে কোন একটি চিহ্নিত করুন,
৪।
তারপর বর্তমানে আপনার
২য় কোন ই-মেইল আইডি থাকলে রিকভারি ই-মেইল হিসেবে সেটা দিতে বলবে।
৫।
পরবর্তী/ Next
নামের বক্সটিতে ক্লিক করুন।
Recovery email সম্পর্কে
পরামর্শঃ
যে
ই-মেইলটি তৈরি করছেন সেটার ভবিষ্যতে কোন সমস্যা হলে, সমাধানের জন্য কাজে আসবে যদি Recovery
email এর জায়গায় অন্য একটি ইমেইল এড্রেস ব্যবহার করেন।
তাই অন্য ই-মেইল থাকলে বসিয়ে দিন। । আর যদি না থাকে, Recovery email এর জায়গাটা খালি
রেখে চলে যান।
চতুর্থ ফরমঃ আপনার
ফোন নাম্বার যাচাই করুন/ Verify your number
আপনার মোবাইল বা ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্যে আপনাকে ৪র্থ পেইজে নিয়ে যাবে এবং ভেরিফিকেশনের জন্যে আপনার নাম্বারটি
যে মোবাইলে থাকবে সেই মোবাইলে একটি
কোড পাঠাতে “পাঠান”/
Send নামে একটি অপশন থাকবে। তাতে ক্লিক করুন।
তারপর
একি পেইজে খালিঘর ভেসে উঠবে কোডটি বসানোর জন্য। মেসেজএ গিয়ে দেখুন এবং কোডটি বসিয়ে
দিন। কোড পেতে সমস্যা হলে, “এর
বদলে কল করুন” অপশনে ক্লিক করেও ভয়েস কলের মাধ্যমে আপনি ভেরিফিকেশনের কোড
পেতে পারেন। দেখুন প্রথমে আমি কল দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত আমি ম্যাসেজ অপশন ইউজ
করব। ভেরিফিকেশনের কোড
বসিয়ে মোবাইল নাম্বার ভেরিফাই করেছি। কোডটি বসানোর পর “যাচাই”
নামের বাটনে ক্লিক করুন।
পঞ্চম ফরমঃ আপনার নম্বার ব্যবহার করে আরো অনেক কিছু
পান
এখানে শুধু নিচের “ হ্যা, আমি রাজি” অপশনে ক্লিক
করুন।
ষষ্ঠ ফরমঃ গোপনীয়তা
ও শর্তাদি/ টার্মস এবং প্রাইভেসি পলিসিতে
পুরো
বর্ণনা পড়ে দেখতে পারেন। এইটা চুক্তিপতের মত। ই-মেইল্টি দিয়ে আপনি কি করতে পারবেন এবং
কি কি করলে ই-মেইলটি হারাবেন, তার সব বিবরণ আছে এই ফরমে।
সবশেষে একে বারে
নিচে উল্লেখিত টার্মস এবং
প্রাইভেসি পলিসিতে টিক দিয়ে “আমি
সম্মত” বা I
accept. Create my account বাটনে ক্লিক করুন।
শেষ কথাঃ
·
উল্লেখিত
কাজগুলি যদি ঠিকভাবে করা হয়, তাহলে আপনার একাউন্ট তৈরী হয়ে যাবে। ইমেইল পাঠানো কিংবা
রিসিভ করার জন্য আপনাকে সাইটে আসতে হবে। হটমেইল, আউটলুক মেইল কিংবা ইয়াহু মেইল আইডি
খোলার পদ্ধতি মোটামুটি একই রকম। পরের লেখায় আমি তুলে ধরবো কিভাবে একটি ইমেইল পাঠাতে
হয়, ইমেইলের উত্তর দিতে হয় এবং কিভাবে ইমেইল ফরওয়ার্ড করতে হয়।
যাই
হোক, কম্পিউটার দিয়ে ইমেল তৈরি করবেন কিভাবে যদি তা
জানতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখুন। তাছাড়া কিভাবে ইমেইল পাঠাবেন তারও একটি ভিডিও টিউটরিয়াল লিংক দেওয়া
আছে। সেটাও দেখতে পারেন। আজ এ পর্যন্ত। পরবর্তী টিউটরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে
আজ এখানেই বিদায়। যাওয়ার আগে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।
ভালো থাকুন। বাই বাই।
1 মন্তব্যসমূহ
আমি একটি নতুন জিমেইল account খুলতে চাই
উত্তরমুছুন