জেনে নিন রডের পরিমাপ সম্পর্কে | Rod/ Iron Measurements

জেনে নিন রডের পরিমাপ সম্পর্কে


জেনে নিন রডের পরিমাপ সম্পর্কে 


10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয়………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 /531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলিমিটারে উল্লেখ করতে হবে।


বিভিন্ন ধরণের সাধারণ জ্ঞান, ইউটিউব, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সংক্রান্ত নিত্যনতুন সমাধান ও Tips and Tricks সংক্রান্ত Free Online Tutorial দিতেই How to know24 এর আত্মপ্রকাশ। তাই How to know24 এর পাশে থাকুন, নিত্য নতুন তথ্যে পাঠে সমৃদ্ধি আনুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ